সেন্টমার্টিনের সৈকতে লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক :

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সৈকতে থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ পর্যন্ত হতে পারে। পরনে ছিল কালো রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং হাফ প্যান্ট।

রোববার রাত ১১টায় সেন্টমার্টিনের উত্তর সৈকতে জোয়ারের পানির সঙ্গে মৃত ব্যক্তির লাশটি ভেসে আসে।

এ তথ্য নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেলিম হোসেন।

পুলিশ পরিদর্শক সেলিম হোসেন বলেন, রাতে জোয়ারের সঙ্গে সেন্ট মার্টিনের উত্তর সৈকতে অর্ধগলিত এক ব্যক্তির লাশ ভেসে আছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরাতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করা হয়। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, দুই-তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ভেসে আসা লাশটি সেন্টমার্টিন দ্বীপের কোনো বাসিন্দা নয়। হয় তো সাগরে কোন দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে।

আরও খবর