আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র-গুলি ও চাকুসহ এক রোহিঙ্গাকে যুবককে গ্রেফতার করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের জি/৭ সাবব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি, এবং একটি চাকু।
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের জি/৯ সাব ব্লকের হাফেজ আহাম্মদের ছেলে মোহাম্মদ আইয়ুব (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। তিনি বলেন, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-