বাস্তবায়ন করছে অনুমোদনহীন প্রকল্প,নেপথ্যে বিদেশি নাগরিক

অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামির সাথে ওয়ার্ল্ড ভিশনের চুক্তি

চলমান মুরিংগা রিসার্স প্রজেক্টের জন্য ভাড়াকৃত জায়গা ও চুক্তি বাস্তবায়নকারী কর্মকর্তা (ইনসেটে)

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

টেকনাফের হ্নীলায় আত্মস্বীকৃত মাদক কারবারি, অস্ত্র, ইয়াবাসহ অর্ধডজন মামলার আসামি ও বহু অপকর্মের হোতা জাহাঙ্গীর আলমের সাথে চুক্তিবদ্ধ হয়ে অনুমোদনহীন কার্যক্রম পরিচালনা করছে ওয়ার্ল্ড ভিশন নামক আইএনজিও।

এছাড়াও স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, মনোরঞ্জন, স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতের চাকরি দেওয়া বর্তমানে ওয়ার্ল্ড ভিশনের অলংকারে পরিণত হয়েছে। তাছাড়াও এনজিওটি রীতিমতো সরকারি নির্দেশনাও উপেক্ষা করে যাচ্ছে।

জানা যায়, গেলো ২০২২ সালের মে মাসে ওই জায়গাটা টেকনাফের হ্নীলার পূর্ব লেদা পাড়া এলাকায় মৃত লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম গংদের কাছ থেকে ১.৬৩ ডেসিমাল জায়গা চুক্তিতে ভাড়া নেয় এনজিও ওয়ার্ল্ড ভিশন। এরপর থেকে সেখানেই সজনে পাতার চাষ/ বীজ সংগ্রহের নাম করে নিজেদের স্বেচ্ছাচারিতায় মুরিংগা নামক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। যার কোনো অনুমোদন নেই সরকার কিংবা ডোনারদের কাছ থেকে।

বলতে গেলে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আসা বরাদ্দের টাকা নয়ছয় করে ব্যয় করা হচ্ছে সেখানে। মুরিংগা নামক ওই প্রকল্পের মিশন-ভিশনও সম্পূর্ণ আলাদা। এতে স্থানীয় কিংবা রোহিঙ্গা জনগোষ্ঠী কোনোভাবে লাভবান হওয়ার সুযোগ নেই।

এছাড়াও কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদনহীন ওই প্রকল্প এবং রাষ্ট্রের বিতর্কিত কোনো লোক/সন্ত্রাসীদের সাথে অর্থায়ন বা চুক্তি করার সুযোগ এনজিও’র না থাকলেও এসব অবৈধ অপকর্ম করে যাচ্ছেন ওয়ার্ল্ড ভিশন এনজিও’র রেসপন্স ডাইরেক্টর ভারতীয় নাগরিক ফ্রেডরিক ক্রিশটোপার। আর তাকে এ কাজে সহযোগিতা করে যাচ্ছেন এইচআর ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার ও ক্যাশ কো-অর্ডিনেটর প্রদীপ সুতর।

এদিকে, জাহাঙ্গীর আলম একজন আত্মস্বীকৃত মাদক কারবারি হিসেবে ২০১৯ সালে আত্নসমর্পণ করেন। তার বিরুদ্ধে অস্ত্রসহ অর্ধডজন মামলা রয়েছে।

জানা যায়, তার বিরুদ্ধে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি নিয়মিত মাদক মামলা রয়েছে। ঐ মামলায় (টেকনাফ থানার এফআইআর নং-২৭/৯৯) মাদক ব্যবসায়ী সহ সে গ্রেফতার হয়। এছাড়াও একই দিনে আরেকটি অস্ত্র মামলা ( টেকনাফ থানায় এফআইআর নং ২৬/৯৮), তাছাড়া ২০১৭ সালে কর্ণফুলী থানায় দুটি (যার এফআইআর নং-৩৭/১৬৯) ও ২০১৬ সালে চান্দগাঁও থানায় একটি (যার এফআইআর নং-২৪/৪১৭) এজাহারে অভিযুক্ত সে। এছাড়া কক্সবাজার সদর থানায় ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরের মাদক মামলা রয়েছে (যার জিআর-৬৪৪ এবং এফআইআর নং-৬৫)। তার বিরুদ্ধে টেকনাফ থানায় আরও মামলা রয়েছে।

ওয়ার্ল্ড ভিশনের মুরিংগা” প্রকল্পের আদ্যোপান্ত খুঁজতে গিয়ে অনুসন্ধানে উঠে আসে এসব চাঞ্চল্যকর তথ্য।

সচেতন মহল বলছেন, জাহাঙ্গীর একজন আত্মস্বীকৃত মাদক কারবারি। সে ২০১৯ সালে মে মাসে ১০২ ইয়াবা কারবারির সাথে আত্মসমর্পণ করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে ও সে বহু অপকর্মের হোতা এবং এলাকায় সন্ত্রাসী হিসেবে জনশ্রুতি রয়েছে।

এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক কারবারে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে ধারণা করছেন সচেতন মহল।

তবে টেকনাফ উপজেলায় প্রশাসনের অনুমতি ব্যতীত একজন আত্মস্বীকৃত মাদক কারবারির সাথে ওয়ার্ল্ড ভিশন চুক্তিবদ্ধ হয়ে প্রকল্প বাস্তবায়ন করায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তাই ওয়ার্ল্ড ভিশন এনজিও’র এসব অনিয়ম দ্রুত বন্ধ করতে এবং ওয়ার্ল্ড ভিশন এনজিওর রেসপন্স ডাইরেক্টর ফ্রেডরিক ক্রিশটোপার মানবিক সেবার আড়ালে সরকার বিরোধী কর্মকান্ড ও ক্যাম্পে মাদক, অস্ত্র ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লিপ্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আরআরআরসি, কক্সবাজার জেলা প্রশাসক, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), টেকনাফ থানার অফিসার ইনচার্জ ও এপিবিএন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এ বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের এইচআর ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার বলেন, এই বিষয়ে তিনি জানেন না। পরবর্তী অফিস সময়ে যোগাযোগ করার জন্য বলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ল্ড ভিশন এনজিও’র রেসপন্স ডাইরেক্টর ফ্রেডরিক ক্রিশটোপার মুঠোফোনে বলেন,”আমাদের সবকিছুর অনুমতি আছে এবং ওয়ার্ল্ড ভিশন অনুমতি ছাড়া কোনো কাজ করে না।” এছাড়া যদি আরও তথ্য লাগে তবে অফিসে এসে কথা বলার জন্য বলেন তিনি।

এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি এই মুহুর্তে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ওয়ার্ল্ড ভিশনের মুরিংগা নামের কোনো প্রকল্পের বিষয়ে তিনি অবগত নন এবং এ ধরনের কোনো প্রকল্পের জন্য অনুমতি নেওয়া হয়নি।

প্রসঙ্গত গণমাধ্যম সূত্রে জানা যায়,২০২০ সালের ডিসেম্বরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্র মজুদ করে ওয়ার্ল্ড ভিশন। পরে উখিয়ার রাজাপালং মুহুরীপাড়া অফিস থেকে বিপুল পরিমানে অস্ত্র উদ্ধার করে প্রশাসন। মূলত, অস্ত্রগুলো ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে সরবরাহের জন্য মজুদ করা হয়েছিলো বলে জানা যায়।

আরও খবর