উখিয়ায় হাফেজ শিক্ষার্থীকে অপহরণ করে হিজড়া গ্রুপের কাছে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার ফলিয়াপাড়ার হেফজ খানার হাদিছুর রহমান(১৪) নামের শিক্ষার্থীকে অপহরণ পূর্বক কক্সবাজারের এক হিজড়ার কাছে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

এতে চরম উদ্বেগ উৎকণ্টার মধ্যে রয়েছে পরিবার।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর সকাল দশটার দিকে।

ভুক্তভোগীর পরিবার ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামের দক্ষিণ ফলিয়া পাড়ার আলী আহমদের শিশু সন্তান হাদিছুর রহমান হেফজ খানার শিক্ষার্থী।সে কোরআনের হাফেজ। প্রতিদিনের ন্যায় সকালে হেফজ খানায় যায়।

প্রতিবেশী প্রত্যক্ষদর্শী হাদী ছৈয়দ নুর,ও নজির আহমেদ জানায়,একই এলাকার আবুল খায়েরের ছেলে মোহাম্মদ রফিক সুপারি পাড়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে যেতে দেখি ।মা মোস্তফা খাতুন অভিযোগ করেন সন্ধ্যা পর্যন্ত তার শিশু সন্তান বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হলে জানা যায়, রফিক তাকে অপহরণ করে অন্যত্র নিয়ে গেছে।

আলী আহম্মদ জানান, তিনি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারেন, তার শিশু সন্তানকে কক্সবাজারের হিজড়া গ্রুপের সদস্য বৃষ্টিমনি নামক এক মহিলার কাছে রফিক বিক্রি করে দিয়েছে।৩১ অক্টোবর সেখানে তার সাথে যোগাযোগ করলে সন্তানকে ফিরে পেতে চাইলে, মোটা অংকের চাঁদা দাবি করে। কোন উপায়ন্তর না দেখে উদ্বিগ্ন হয়ে ধার কর্জ করে ৪০ হাজার টাকা দিলেও সন্তানকে ফেরত এবং সন্ধান দেয়নি আরো টাকা লাগবে বলে তাড়িয়ে দেয় মর্মে অভিযোগে প্রকাশ।

উক্ত বৃষ্টিমনি কক্সবাজারের কলাতলী এলাকার জনৈক ইলিয়াস সওদাগরের ভাড়া বাসায় থাকেন। এদিকে এক সপ্তাহ ধরে শিশু সন্তানকে না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। বাবার দাবি, তার শিশু সন্তান উক্ত হিজড়া গ্রুপের কাছে জিম্মি দশায় বন্দি রয়েছে।
ছেলেকে উদ্ধারে সব চেষ্টাই ব্যর্থ হয়ে অবশেষে ৫ নভেম্বর রবিবার উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কেও অবহিত করা হযয়েছে বলে জানান।

অপরদিকে হিজড়া গ্রুপের সদস্য বৃষ্টিমনি নামক উক্ত মহিলার সাথে ০১৭০৬২৩৫২৭৯ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করা হলে ইলিয়াস সওদাগরের বাসায় ভাড়া থাকার কথাটি স্বীকার করলেও পরক্ষণে আবার অস্বীকার করেন এবং এসব বিষয় জানেন না রং নাম্বার বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পুনরায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও কল রিসিভ করেন নি।

আরও খবর