গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :
টেকনাফের পরীর দ্বীপ এলাকায় র্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে কারবারীর বসত বাড়ীর মাটির নিচে মজুদ করে রাখা ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
এসময় কারবারী পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। ধৃত নারী হচ্ছে সাবরাং ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া এলাকার মাদক কারবারী আবু তাহেরের স্ত্রী অপি আক্তার(২৮) প্রকাশ হ্যাপি আক্তার।
৫ নভেম্বর (রবিবার) দুপুরের দিকে কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী প্রেস বার্তার মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী গত ৪ নভেম্বর(শনিবার) রাত ৭টার দিকে টেকনাফে দায়িত্বরত র্যাব-১৫ সদস্যরা ধৃত নারীর দেহ ও বসত বাড়ীর খাটের নিচে মাটি খুড়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ধৃত মহিলা ও তার স্বামী দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পাচার করে আনা মাদকের চালন সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মহিলা ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-