ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের হাকিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মার্টিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
শনিবার(৪ নভেম্বর) ভোরাতে এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দেশে অভিযানের নেতৃত্ব দেন থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ।
বনবিভাগ সূত্রে জানা যায়,হাকিমপাড়া এলাকায় সাহাব উদ্দিনের পাহাড় থেকে মাটি পাচার করে আসছে একটি প্রভাবশালী মাটিখেকো সিন্ডিকেট। স্থানীয় দুষ্কৃতকারী কিছু ব্যক্তি পরিবেশ ধ্বংস করে বনভূমি থেকে অবৈধভাবে মাটি পাচার করে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে থাইংখালী বিট কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাহাব উদ্দিনের পাহাড় থেকে মাটি পাচার কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে। তাৎক্ষণিক ডাম্পারের চালক মানিক মিয়া পালিয়ে যায়। মাটি পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
একইদিন সকাল ১০টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়ার বিলে অবৈধভাবে পাখি শিকারকারীদের ফাঁদ থেকে ৬০টি বক উদ্ধার করে খোলা আকাশে অবমুক্ত করে বনবিভাগ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-