আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী এলাকার বিবিএম ব্রিক ফিল্ডকে লাইসেন্স না থাকা, জ্বালানী কাঠের ব্যবহার ও সরকারি নির্দেশ লংঘন করে ইটভাটা কার্যক্রম সম্পাদনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২,লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়।
এসময় ব্রীক ফিল্ডের ম্যানাজার ফরহাদ উদ্দীন কে আটক করা হয়। পরে জরিমানার অর্থ দন্ড দিয়ে ছাড়া পায়।
বৃহস্পতিবার ২ নভেম্বর সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার শামসুদ্দিন মোঃ রেজা।
এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও এ সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তিনি বলেন পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশ কারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
অভিযান চলাকালীন পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-