মরিচ্যা চেকপোস্টে ৩ কোটি টাকার স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজার – টেকনাফ মহাসড়কের মরিচ্যা চেকপোস্টে কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ২১টি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে করেছে বিজিবি।

গ্রেফতারকৃত বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ/২ এর বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. আবুল মনছুর (৩৮)

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি জানান, গত বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের এক সদস্য স্বর্ণের একটি চালান নিয়ে বাংলাদেশে ঢুকার খবর পায় বিজিবি। স্বর্ণের চালানটি জব্দ করার জন্য কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার বিজিবির মরিচ্যা চেকপোস্টে নজরদারি জোরদার করে। এসময় টেকনাফ থেকে আসা একটি কাভার্ডভ্যান থামার জন্য নির্দেশ দেন। বিজিবির সদস্যরা সন্দেহজনক এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালায়। এক পর্যায়ে সন্দেহজনক লোকটির পরিহিত পায়জামার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৪৯৩ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ ২০ হাজার ৮৫ টাকা।

বিজিবির কর্মকর্তা আরও জানান, গ্রেফতার ব্যক্তি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের একজন সদস্য। উদ্ধার হওয়া এসব স্বর্ণের চালান পাচারকারি চক্রের সদস্যরা উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ কালে জানা গেছে।

উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটককৃত রোহিঙ্গা পাচারকারীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

আরও খবর