উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার জালিয়াপালং ডেইলপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে ৭ফুট লম্বা একটি গুইসাপ উদ্ধার করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার(২ নভেম্বর) দুপুর ১টার দিকে ডেইলপাড়ায় সাপটি উদ্ধার করা হয়। একইদিন সুস্থ অবস্থায় সংরক্ষিত বনে গুইসাপটি অবমুক্ত করা হয়।
জালিয়াপালং বিট কর্মকর্তা সোহেল হোসাইন জানান,”বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ আসে গুইসাপ ঢুকেছে ডেইলপাড়া এলাকায়। পরে ইনানী রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বনবিভাগের স্টাফসহ স্থানীয় মানুষের উপস্থিতিতে সাপটি উদ্ধার করে সুস্থ অবস্থায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এটি প্রায় ৭ফুট লম্বা একটি সাপ।
স্থানীয় সকলের প্রতি যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকলে ক্ষতি না করে বনবিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-