মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক, একদিন পরেও খোঁজ মেলেনি

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র সৈকতের রামুর হিমছড়ি পয়েন্টে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক কামালের খোঁজ মেলেনি এখনো। এ রিপোর্ট লেখা পর্যন্ত(সন্ধ্যা ৭টা) তার পরিবারের পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ যুবক খুনিয়াপালং মাদ্রাসা পাড়ার মোঃ সুরত আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বিকাল ৫টার সময় পাঁচ বন্ধু শখ করে মাছ ধরতে যায় হিমছড়ি পয়েন্টের সমুদ্রে। পরে চার বন্ধু ফিরে আসলেও কামালের এখনো কোনো খোঁজ মেলেনি বলে জানান তার পরিবার।

বন্ধুদের বরাত দিয়ে কামালের পরিবার জানায়, একসাথে মাছ ধরতে যাওয়া বাকীরা ফিরে আসলেও কামালের এখনো কোনো খোঁজ মেলেনি। তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও মেলেনি খোঁজ।

স্থানীয় জানায়, কামাল অত্যন্ত ভালো একজন ব্যবসায়ী। তার নিখোঁজের খবরে পরিবার ছাড়াও পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। তাকে উদ্ধারের সন্ধানে নামতে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান স্থানীয়রা।

আরও খবর