ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

সকাল-সন্ধ্যা হরতাল, তিন দিনের অবরোধের পর মাঝে দুই দিন বিরতি দিয়ে আগামী ৫ ও ৬ নভেম্বর আবার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত অন্যান্য বিরোধী দল। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি কথা জানান।

এদিকে কর্মসূচির বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আলোচনা করেছি। যারা শহীদ হয়েছেন তাদের জন্য আগামীকাল শুক্রবার সারা দেশের মসজিদ ও অনান্য ধর্মীয় উপসনালয়ে দোয়া ও আত্নার শান্তি কামনা করা হবে। রবিবার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) সারা দেশব্যাপী সর্বাত্নক অবরোধ কর্মসূচি। এইবার জনসমর্থণ অর্জনের মাধ্যমে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচিতে যাবার পরিকল্পনা আছে। 

আরও খবর