আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিন পর্যন্ত উখিয়ার সর্বত্র জনজীবন স্বাভাবিক রয়েছে। অবরোধের প্রভাব দেখা যায়নি। নিরুত্তাপ অবরোধ। অফিস আদালতসহ সরকারি বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কাজকর্ম চলছে। সড়কে লাইনের বড় যানবাহন গুলোর কিছু কিছু না চললেও অধিকাংশ যানবাহন চলতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে উখিয়া সদর, কোটবাজার ও মরিচ্যায় সরকারি দল আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাঁতী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর মিছিল সমাবেশ এবং তৎপরতা সরব ছিল। মূলত রাজপথ তাদের দখলেই দেখা যায়।
কিন্তু অবরোধের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা পণ্ড হয়ে যাচ্ছে। এসময় কোথাও কোথাও ধরপাকড়ও হচ্ছে। তাই অবরোধ আহ্বানকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবরোধের স্বপক্ষে কোন কার্যক্রম তেমন চোখে পড়েনি। উপজেলা পর্যায়ের বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর ভূমিকা অনেকটা নির্জীব।
অবরোধ সম্পর্কে বিভিন্ন স্টেশনে আগত সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যারা অবরোধ ডেকেছে তারা নিশ্চিন্তে বাড়িতে আরাম আয়েশে ঘুমাচ্ছে আর আমরা দিনমজুর খেটে খাওয়া মানুষগুলোকে অভাব অনটন ও দুর্ভোগে ফেলেছে।
রত্নাপালং কামারিয়ার বিলের এক রিক্সাওয়াল হাকিম মিয়া (৪৫) ও উখিয়া সদরের মাটিকাটা শ্রমিক শাহাবুদ্দিন (৩৮) তারা ক্ষোভের সহিত অবরোধকারীদের উদ্দেশ্য করে বলেন, হরতাল অবরোধ ঘোষণার আগে আমাদের মত হতদরিদ্রদের চাল ডাল দিতে পারে না? না হয় বুঝবো গরিবের পেটে লাথি মারার জন্য এসব কর্মসূচি।
এদিকে, মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উখিয়া থানা পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যের বেশ কয়েকটি দল সড়ক সমূহে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করতে দেখা যায়।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা জানিয়েছেন, যারা উখিয়ার শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবেন এবং কোথাও নৈরাজ্য, ভাঙচুর এবং অগ্নি সংযোগ করবেন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
অপরদিকে অবরোধ আহ্বানকারী বিএনপি জামায়াতের নেতাকর্মীদের তাদের কর্মসূচি পালন সম্পর্কে জানার জন্য বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, মানুষের জানমাল রক্ষা এবং নিরাপত্তা বিধান ও সার্বিক স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছেন। কেউ এর ব্যত্যয় ঘটালে আইনগতভাবে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-