উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন বিভাগের জমি উদ্ধার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় সরকারি বন বিভাগের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।

২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, রেঞ্জের দৌছড়ি বিটের আওতাধীন খয়রাতিপাড়া এলাকায় ১৪-১৫ সনের বাগানে বনবিভাগের জমি জবর দখল করে দু’টি টিনের ঘর নির্মাণ করেছিলো স্থানীয় কিছু লোক।

 

পরে দখল ঠেকাতে বৃহস্পতিবার সকালে দৌছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, ওয়ালাপালং বিট কর্মকর্তা এমদাদুল হক রনিসহ দোছড়ি বিটের সিপিজি, বাগান পাহাড়া দলের সদস্যরা সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে প্রায় ১৫ শতাংশ জায়গা দখল মুক্ত করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গেলো ২২ অক্টোবর উখিয়ার সদর বিটের আওতাধীন শীলের ছড়া ও মুহুরী পাড়ায় আদালতের নির্দেশে দুটি দালান এবং

৩০ অক্টোবর দৌছড়ি বিটের হরিণমারা এলাকায় একটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বনবিভাগ।

আরও খবর