আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী গোলাগুলির ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার রাজাপালং ইউপির ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা পেঠান আলী (৫০), মো. জোবাইর (২৫), দিল মোহাম্মদ (২৬), ব্লক এ/৩ এর বাসিন্দা শরীয়ত উল্লাহ (২৭), ব্লক ই/৮ এর বাসিন্দা মো. আয়াজ (১৯) এবং ৭ নম্বর ক্যাম্পের জি/৫ ব্লকের বাসিন্দা জিয়াবুর রহমান (২৬)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসীদের সাথে আরসা বিরোধী সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির খবরে খবরে পুলিশ অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালনোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়। তবে, আটককৃতদের মধ্যে এক নম্বর আসামি পেঠান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় তাৎক্ষণিক ভাবে তাকে জিইউকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে পুলিশ পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি জানান, এসময় ঘটনাস্থল তল্লাশি করে আটকদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, একটি ওয়াকিটকি, ২টি বাটন ফোন, ২টি এন্ড্রয়েড ফোন, ১টি টর্চ লাইট ও একটি ছোট কালো ব্যাগ উদ্ধার করা হয়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-