ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
দেশব্যাপী বিএনপির ঘোষিত তিনদিনব্যাপী অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে মিছিল ও পথসভা করেছে উখিয়া উপজেলা যুবলীগ।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে শান্তি মিছিল ও পথসভা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি। তবে বিএনপি নেতাকর্মীদের অবরোধ কর্মসূচির কোনো মিছিল ও সমাবেশ লক্ষ্য করা যায়নি। জননিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
বুধবার(১ নভেম্বর) বিকেলে উপজেলা যুবলীগ সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশা’র নেতৃত্বে মিছিলটি কোর্টবাজার স্টেশন প্রদক্ষিণ করে অরিজিন হাসপাতালের সামনে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। বক্তব্যে তিনি বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসংসন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও বিজয়ী করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি বলেন,” কোর্টবাজার তথা উখিয়া উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তায় আওয়ামী যুবলীগই যথেষ্ট। নৈরাজ্য ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে যুবলীগের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন।”
উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. শাহজাহান গাজী, সহ সভাপতি মকছুদ চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন আ:লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-