আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা কিনে কাভার্ড ভ্যানে লুকিয়ে চট্টগ্রামে বিক্রির জন্য যাওয়ার সময় মো. পারভেজ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
৩১ অক্টোবর (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কদলাতলী উঠনতি নামক স্থান থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার পারভেজ ভোলার দৌলতখান থানার ৪নং ওয়ার্ডের উত্তর জয়নগর গ্রামের মো. হারুন ব্যাপারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (শহর ও যান) এফএএম সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. সুমন তালুকদার, এএসআই (নিঃ) মো. রাকিব হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় একটি কাভার্ড ভ্যান, যার রেজিষ্ট্রেশন নং (ঢাকা মেট্রো-ট১৭-০৮১৫) পুলিশ দেখে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ধাওয়া করে গাড়ি থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচে বাম পাশে বিশেষ কায়দায় তৈরীকৃত বক্স থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যান চালক মো. পারভেজকে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক পারভেজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, উখিয়ার বিভিন্ন স্থান থেকে কম দামে ইয়াবা কিনে বেশী মূল্যে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-