রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্রসহ তালিকাভুক্ত ‘আরসা’ সন্ত্রাসী গ্রেফতার

 

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত এক আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গত ৩০ অক্টোবর (সোমবার) রাত ৯টা ৩১ অক্টোবর (মঙ্গলবার) গভীর রাত পর্যন্ত উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসী হলেন, ক্যাম্প-১৯ এর বি/১ ব্লকের আবদুল মালেকের ছেলে আব্দুল মোতালেব ওরফে হেফজুর রহমান (২৬)।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী কর্মকান্ড দমনে র‌্যাব-১৫, ৮ এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা। এসময় তালিকাভুক্ত আরসা সন্ত্রাসী আব্দুল মোতালেব ওরফে হেফজুর রহমানকে ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর