কক্সবাজারে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি •

কক্সবাজারের কুতুব‌দিয়ায় গাছ থে‌কে পড়ে সা‌লেক আহমদ না‌মের এক ব্যক্তি মারা গে‌ছে‌।

মঙ্গলবার (৩১ অ‌ক্টোবর) দুপু‌রে আলী আকবর ডেইল কাজির পাড়ায় এ দুর্ঘটনা ঘটে‌ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে কা‌জি পাড়ার মো. বজলের ছে‌লে সা‌লেক (৪২) সম্প্রতি ঘূর্ণিঝড় হামুনে বা‌ড়ির কড়ই গা‌ছে‌র ভে‌ঙে যাওয়া ডাল কে‌টে ফেল‌তে গা‌ছে ও‌ঠেন। এসময় হঠাৎ গাছ থেকে পা পিচ‌লে নী‌চে প‌ড়ে যান সা‌লেক। পরে দ্রুত তা‌কে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সা‌লেক নামের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তির প্রায় আধা ঘণ্টা পর চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও খবর