আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা সহ শামশুল আলম (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ এপিবিএনের সদস্যরা।
সোমবার (৩০ অক্টোবর) সোমবার ভোর সাড়ে ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক শামশুল আলম ক্যাম্প-৯ বি/১ ব্লকের মৃত কবির আহমদের ছেলে।
একই দিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত মাদক কারবারি ও উদ্ধারকৃত ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-