আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
সারাদেশে বিএনপি দলের ডাকে রোববার (২৯ অক্টোবর) হরতাল চলছে। তবে দিনব্যাপী ডাকা এ হরতালের কোন প্রভাব নেই কক্সবাজারের উখিয়ায়। অন্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। সকাল থেকে দোকান-পাট খুলতে শুরু করেছে। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তবে দূরপাল্লার বাস চলতে দেখা যায়নি।
রোববার সকালে কোটবাজার, মরিচ্যা, উখিয়া সদর স্টেশন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উখিয়া থেকে কক্সবাজার যাওয়া যাত্রী নীরব ও ইমরান বলেন, অফিসিয়াল কাজে যাচ্ছি। হরতালের কোন প্রভাব দেখতি পাচ্ছি না। সবকিছুই স্বাভাবিক রয়েছে। স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর লোক রয়েছে।
শফিউল ইসলাম নামের এক এনজিও কর্মকর্তা জানান, হরতালের কথা শুনছি, কোনো সমস্যা হয়নি। যানজটে পড়িনি, পিকেটিংও দেখিনি।
ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে কোটবাজার এসে দোকান খুলেছি। আজ হরতাল শুনেছি কিন্তু পথে এর কোনো প্রভাব দেখিনি।
উখিয়া উপজেলার মূল স্টেশনসমূহের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল বলেন, উখিয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-