হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১৬

চট্টগ্রাম •

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের সময় ১৬ জনকে আটক করেছে পুলিশ।

ফয়’জ লেক এলাকার হোটেল সিক্স স্বর্ণালী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মো. অহিদ, মো. নজুরুল ইসলাম, মো. আলমগীর, মো. আরিফ, মো. মনির, ইসমাইল হোসেন ইমন, মো. রিফাত আলী, সালমা খাতুন, উর্মি আক্তার, ঝানু বেগম, সাথী আক্তার, রাবেয়া, ইয়াছমিন বেগম, জান্নাতুল ফেরদৌস, বৃষ্টি বেগম এবং স্বর্ণা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসনাত। তিনি বলেন, খুলশী থানাধীন ফয়’জ লেক এলাকায় হোটেল সিক্স স্বর্ণালীতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ১৬ জনকে আটক করা হয়েছে।

আরও খবর