বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজের তিন দিন পর আরও দুই জনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীর আদা ম্রো পাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমি (৪৫) ও চয়অং খুমি পাড়ার ছাই খুমি (৩০)। এর আগে বৃহস্পতিবার দুপুরে সাঙ্গু নদীর বড়পাথর এলাকা থেকে লংরে খুমির (২১) লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, গত বুধবার বিকালে উপজেলার ছোট মদকের অংলে খুমি পাড়া থেকে নৌকাযোগে রেমাক্রী বাজারে কেনাকাটা করতে আসেন পাড়ার ৯ জন বাসিন্দা। সন্ধ্যায় পাড়ায় ফেরার পথে তাদের বহনকারী নৌকা সাঙ্গু নদীতে ডুবে যায়। এ সময় ছয় জন সাঁতরে তীরে উঠলেও তিন জন নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযানে নামে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা। দুপুরে একজনের লাশ উদ্ধার করা গেলেও দুই জন নিখোঁজ থাকে। শনিবার বিকালে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
থানচি থানার ওসি ইকবাল হোসেন বলেন, আগে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল। আজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-