বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাবল সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে আটক করেছে হারবাং পুলিশ ফাড়ির চৌকস আভিযানিক দল।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হারবাং ইউপির বরইতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ডাবল সাজাপ্রাপ্ত আসামি হলেন, চকরিয়ার ভিলেজারপাড়া এলাকার মৃত কবির হোসাইনের ছেলে মো. শাহেদ (৪০)। তার বিরুদ্ধে জিআর-২৪৪/১৬ (এ) মামলায় দুই বছর ও ২৪৪/১৬ (বি) মামলায় এক বছরের সাজা প্রদান করে আদালত।
অপর ওয়ারেন্ট ভুক্ত আসামি হলেন, শান্তিনগর এলাকার মৃত বদিউল আলমের ছেলে মো. ইউনুস (৩০)। তার বিরুদ্ধে সিআর মামলা -২২৫২/২৩ ও নাঃ শি-৭৫/২১ ২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, ডাবল সাজাপ্রাপ্ত আসামি শাহেদ ও ডাবল মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ইউনুসকে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এসআই আঃ আজিজ, এএসআই রাজীব ধর,এএসআই সোলেমান খাঁন ফোর্সসহ অভিযান চালিয়ে আটক করে।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-