টেকনাফে ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন ২৭৭১৬২ ব্লক-এ/৪ এর বাসিন্দা রিয়াজের স্ত্রী রফিকা ও লেদা ২৬ নম্বর ক্যাম্পের এফসিএন-২৫৪১২৮ ব্লক-আই/২ এর বাসিন্দা দীল মোহাম্মদের স্ত্রী নুরজাহান।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মঙ্গলবার ভোরে তার নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় রফিকার বসতঘর থেকে ২৭ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর