জেলা প্রতিনিধি, কক্সবাজার :
কক্সবাজারে ৩০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফিরেছে বিদ্যুৎ
ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ঘরবাড়ি পুরো, আবার কোথাও আংশিক ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ গাছ। সেই সঙ্গে তীব্র ঝড়ের কারণে ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। কোথাও আবার মূল লাইনের তার ছিঁড়ে গেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো কক্সবাজার শহর।
ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর থেকে বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত অনেকটা বিদ্যুৎহীন থাকলেও ধীরে ধীরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি।
তিনি বলেন, অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। তারপরও আমরা পর্যটক ও স্থানীয়দের কথা চিন্তা করে ২২ ঘণ্টা পর কক্সবাজার শহরে আংশিক বিদ্যুৎ সংযোগ চালু করেছি। আমাদের কাজ এখনো চলমান রয়েছে।
পুরো শহরে বিদ্যুৎ সচল করতে কেমন সময় লাগতে পারে- এমন প্রশ্নের জবাবে আব্দুল কাদের গণি বলেন, নিশ্চিত করে বলা কঠিন। তবে শতভাগ বিদ্যুতের জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় হামুনের দুই ঘণ্টার তাণ্ডবে কক্সবাজারে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি-দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক কিলোমিটার বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, উপড়ে পড়েছে বিদ্যুতের অসংখ্য খুঁটি। হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। এখনো ইন্টারনেট ও নেটওয়ার্ক পুরাপুরি সচল হয়নি। শিগগিরই ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল হয়নি।
এদিকে জেলা প্রশাসনের ক্ষয়ক্ষতির বিবরণীতে থেকে জানা যায়, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়ন ও কক্সবাজার, মহেশখালীসহ ২টি পৌরসভা। জেলায় দুর্গত মানুষের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। ৪২ হাজার ৯৫৯টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ৫ হাজার ১০৫টি এবং আংশিক বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ৩২ হাজার ৭৪৯টি। অন্যদিকে হামুনের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৩৫৪টি বৈদ্যতিক খুঁটি ভেঙে গেছে, ২৩টি ট্রান্সফরমার বিকল হয়েছে, ৪৯৬টি স্থানে তার ছিঁড়ে গেছে, ৮০০টি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-