টেকনাফে বিদেশি সিগারেটসহ যুবক আটক

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ ড্রামট্রাক গাড়ি তল্লাশি চালিয়ে ২৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে। এসময় মিজান নামের এক পাচারকারিকে আটক করা হয়।

বুধবার ২৫ অক্টোবর ভোর ৪ টার দিকে টেকনাফ কক্সবাজার মহাসড়কে এসআই মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশের একটি দল হোয়াইক্যং কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করে।

ড্রামট্রাকটি তল্লাশি করে গাড়ির ভিতর রাখা ০৫(পাঁচ) টি বক্সে ২৫০ কার্টন বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত বিদেশি সিগারেট ও পরিবহনের কাজে ব্যবহৃত অনটেস্ট ড্রামট্রাকটি জব্দ করা হয়। এসময় ড্রামট্রাক চালককে আটক করা হয়।

আটকৃতের নাম, মিজানুর রহমান (২০)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের মো ইউনুসের ছেলে।

জব্ধকৃত বিদেশি সিগরেট এর আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ওসি কায়ুম উদ্দিন চৌধুরী জানান,হোয়াইক্যং কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ কার্টন বিদেশি সিগারেটসহ এক পাচারকারীকে আটক করি। সাথে একটি ড্রামট্রাক জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেট ও ড্রামট্রাকসহ আসামীকে টেকনাফ মডেল থানায় মামলা প্রেরণ করা হয়েছে।মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর