গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :
টেকনাফ ২ বিজিবি সদস্যরা সদর ইউপি নাজিরপাড়া নাফনদ সীমান্ত সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ মো. ইউনুস নামে এক মাদক কারবারী গ্রেফতার করেছে।
অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করার জন্য ২৫ অক্টোবর(বুধবার) টেকনাফ-২ বিজিবি অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ প্রেস বার্তার মাধ্যমে জানিয়েছেন, ধৃত মাদক কারবারী হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড উত্তর নাজিরপাড়া এলাকার হাজী কুলা মিয়ার পুত্র।
তিনি বলেন বিজিবির অভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে, নাজির পাড়া সংলগ্ন নাফনদ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার হতে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান বাংলাদেশ প্রবেশ করবে। উক্ত সংবাদের তথ্য অনুযীয়ী বিজিবি টহল দল নাফনদ সংলগ্ন নাজিরপাড়া বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
এরপর অভিযানিক দল রাতের অন্ধকারে তিনজন ব্যক্তিকে একটি পলিথিনের ব্যাগ নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে। অবশেষে মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে এক মাদকব্যবসায়ীকে একটি পলিথিনের ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। এরপর ব্যাগটি তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য উক্ত আসামীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত করে আইনের আওতাই নিয়ে আসতে বিজিবি গোয়েন্দা নজরদারী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-