চট্টগ্রাম :
নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকার জাল নোটসহ মো. দিদারুল আলম (৫০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব–৭।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার দিদার নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার মৃত বজল আহম্মদের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে ১ হাজার টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, শারদীয় দুর্গাপূজার সময় মানুষের ক্রয়–বিক্রয় বৃদ্ধি পাওয়ার সুযোগে প্রতারকদের প্রস্তুতকৃত জাল টাকাগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিল চক্রটির মূল লক্ষ্য। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার অভিযান চালিয়ে দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-