ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসনে ৪৭ কক্ষ বিশিষ্ট ট্রানজিট ক্যাম্পের নির্মাণ কাজ শুরু

নাইক্ষংছড়ি প্রতিনিধি :

পার্বত্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে রোহিঙ্গা প্রত্যািবাসনে ট্রানজিট ক্যাাম্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পাহাড় পাড়া মাঠে এ ট্রানজিট ক্যাম্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মিত্র কন্সট্রাকশান।

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের অধীনে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনের তত্বাবধানে এ ক্যাম্প নির্মাণ কাজ শুরু করে সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে। প্রাথমিকভাবে মাটি লেবেলিং এর কাজ, ঘেরাও এর কাজ জোরেশোরে চলছে। এছাড়াও নির্মাণ শ্রমিকদের জন্যে শেড তৈরী সহ প্রথম ধাপের কাজ হচ্ছে। পরের ধাপ হবে ট্রানজিট ক্যাম্পের মূল ঘর তৈরীর কাজ।

সংশ্লিষ্ট সূত্র গুলো জানান, ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পাহাড় পাড়ায় আরআরআরসি কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নির্ধারিত স্থানে ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক ট্রানজিট ক্যাম্পটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে সরকারী জমিতে। যেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিলো।
উক্ত কাজের শুরুতে দশজন শ্রমিকের মাধ্যমে ট্রানজিট ক্যাম্প আগের ধাপের কাজ হচ্ছে। যা টিন দিয়ে ঘেরাও এর কাজ শুরু করছে তারা।

সূত্র দাবী করেন, ট্রানজিট ক্যাম্প নির্মাণ কাজ শেষ হলে তালিকা সম্পন্ন করা রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্যে এ ট্রানজিট ক্যাম্পে রাখা হবে স্বল্পদিন। তারপর তাদের মিয়ানমারে পার করে দিতে প্রত্যাবাসন অফিস হয়ে মিয়ানমার কতৃপক্ষের কাছে হস্তান্তর করবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় (আৃরআরআরসি)।

সেই ট্রানজিট ক্যাম্প নির্মানের জন্যে জমি বরাদ্দ নেয়া হয় ৩.৩০ একর। পাশে আরো ৮/১০ একর খাস জমি এখানো খালী রয়েছে।
এ বিষয়ে নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, মূলত এটি সরকারের নির্দেশে করা হচ্ছে যথাযত নিয়মে। যা যথাসময়ে শেষও করতে হবে। সোমবারের কাজ গুলো মূল কাজের আগের ধাপ।

উল্লেখ্য, তুমব্রু পশ্চিমকূল পাহাড়পাড়ার উক্ত স্থানে ৪৭ (সাতচল্লিশ) টি টিন শেড ঘর,১ (একটি) কনফারেন্স রুম ও ১০ (দশ) টি ওয়াশরুম তৈরি করা হবে বলে সুত্র নিশ্চিত করেছে।

আরও খবর