রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ দুজন আটক

এন.এইচ নিরব, উখিয়া:


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দুজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উখিয়া ৪নং ক্যাম্পের জি/৫ সাব ব্লকের পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

তিনি জানান, ৫নং রোহিঙ্গা ক্যাম্পের মেইন-ব্লক-বি, সাব-ব্লক-বি/৮ এর সৈয়দ উল্লাহর দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানায়, তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদকে সরবরাহ করেছে। তার দেয়া তথ্যমতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

আরও খবর