চট্টগ্রামে ইয়াবাসহ টেকনাফের বুবলী ধরা!

চট্টগ্রাম •

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে তিনশ পিস ইয়াবাসহ বুলবুলি আক্তার প্রকাশ ওরফে বুবলি সুন্দরী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টায় অলংকার আলিফ গলির মুখে সড়কের ওপরে এক নারী অবৈধ মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করার গোপন তথ্যে অভিযানে যায় পুলিশ। পরে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করলে তিনশ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক বুবলি সুন্দরী টেকনাফ থানার মাঝিরপাড়া ওয়াইকং গ্রামের মৃত নুর আলমের মেয়ে।

ইয়াবাসহ নারী আটকের ঘটনায় পাহাড়তলী থানার ওসি জহিরুল ইসলাম যুগান্তরকে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর