প্রেস বিজ্ঞপ্তি :
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত থেকে “স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেন্জ, ২০২৩” এর ‘শেখ রাসেল পদক’ পুরস্কার গ্রহন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ।
ওয়ান স্টপ সার্ভিস পর টুরিস্ট” এর চমৎকার আইডিয়ার জন্য “স্মার্ট ডিস্ট্রিক ইনোভেশন পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।
গতকাল ১৮ অক্টোবর সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩ প্রদান করা হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। কক্সবাজারের জেলা প্রশাসককে সম্মাননার সাথে ৮০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারও দেয়া হয়।
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত “স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ,২০২৩” এ সারাদেশে বিভিন্ন জেলা প্রশাসক কর্তৃক দাখিলকৃত ৮৯ টি উদ্ভাবনী প্রস্তাবনার মধ্যে চুড়ান্তভাবে ৫ জন জেলা প্রশাসককে এ পুরস্কৃত দেয়া হয়। তন্মধ্যে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক “ওয়ান স্টপ সার্ভিস ফর টুরিস্ট ” প্রস্তাবনার জন্য চুড়ান্তভাবে বিজয়ী হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-