গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :
টেকনাফে র্যাব-১৫ সদস্যরা ১৮১৮ সালের ব্রিটিস ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর তৈরী একটি পুরাতাত্ত্বিক উদ্ধার করেছে।
এসময় ক্য থেন ছা (৫৫) নামের এক রাখাইন যুবকক আটক করা হয়েছে। ধৃত যুবক হচ্ছে- টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়ন ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়ার মৃত অংয়ে”র পুত্র।
সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,
গোপন সংবাদে র্যাব জানতে পারে টেকনাফ পৌরসভা খায়ুকখালী পাড়া এলাকায় উদ্ধারকৃত পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ১৫ অক্টোবর (রবিবার) বিকাল সাড়ে ৫ টার সময় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল পুরাকীর্তি উদ্ধারে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় ক্য থেন ছা (৫৫) নামে রাখাইন যুবককে গ্রেফতার করা হয়।
এসময় অজ্ঞাতনামা ৩/৪ জন সু-কৌশলে পালিয়ে গেছে বলে জানান তিনি। গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত হতে ১টি পুরাতন ম্যাগনেট এর পিলার উদ্ধার করা হয়।
যা লম্বায় ৮ ইঞ্চি,পিলারটির গায়ে খোদাই করা ইংরেজিতে EAST INDIA COMPANY (1818), AACI ANTIQE ARTICLE ANTIQUE BRITISH WATER, BRITISH POT POWER WATER [DANGER]99999 যাহার উপরের অংশে EIC 1818, RED MARCURY 99.9999.6-27X27 1KG লেখা রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-