কক্সবাজারে ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে ১ লাখ ৬৭ হাজার ৪৫০ ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই বছর সশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মামলার শুনানি শেষে রায় দেন কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন।

আসামিরা হলেন পালংখালী ১ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার শফিউল্লাহর ছেলে আলী হোসেন ও টেকনাফের হোয়াইক্যং বালুখালীর হোসেন শরীফের ছেলে জাফর ইসলাম। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় দুই আসামি উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ১৮ নভেম্বর বালুখালী খেলার মাঠ এলাকায় সিএনজি তল্লাশি করে ১ লাখ ৬৭ হাজার ৪৫০ ইয়াবা উদ্ধার করে র‍্যাব-৭। এ ঘটনায় উখিয়া থানায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন উখিয়া থানার এসআই মো. আল-আমিন। গত ২৩ জানুয়ারি অভিযোগ গঠন হয়। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন বিচারক।

আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. জাহেদ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

আরও খবর