অসামাজিক কার্যকলাপে জড়িত ১৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম :

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছে।

চট্টগ্রাম কোতোয়ালী থানার বিআরটিসি ফলমন্ডি রোডের হোটেল হিলটাউন আবাসিক থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, ফলমন্ডি হিলটাউন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

আরও খবর