সিপিপি ২০২৩’এর শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন খুনিয়াপালংয়ের রেজিয়া!

সংবাদ বিজ্ঞপ্তি :

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার’২০২৩ এ জাতীয় পুরস্কার পেয়েছেন উখিয়া উপজেলার সিপিপি সাংগঠনিক টিমের আওতাধীন খুনিয়া পালং ইউনিয়ন ৩নং ইউনিটের ডেপুটি ইউনিট টিমলিডার (নারী) পদবী :সহ:সংকেত /শিক্ষক রেজিয়া পারভীন।

তিনি পেশায় একজন শিক্ষক হয়েও দীর্ঘ ১৩ বছর যাবৎ সিপিপি’র স্বেচ্ছাসেবক হিসেবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

গত ১৩ অক্টোবর শুক্রবার ঢাকা উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে এই পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, ডা: মো: এনামুর রহমান এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, এবি তাজুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, মো: কামরুল হাসান এনডিসি।

পুরস্কার গ্রহণ করে এক প্রতিক্রিয়ায় রেজিয়া পারভীন বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) তে-আমাকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরষ্কার-২০২৩ এ মনোনীত করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আগামীতে আরো যেন যেকোন দুর্যোগে মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।

আরও খবর