মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
এক লক্ষ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলো : কক্সবাজারের রামু’র খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মাংগালা পাড়ার আলী আকবর প্রকাশ বুলু।
রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-