বোনের বিয়ের দিনে ভাইয়ের মৃত্যু, আনন্দ রূপ নিল বিষাদে

চট্টগ্রাম •

বোনের বিয়ে। তাই ভাইয়ের আনন্দ আর ব্যস্ততার যেন শেষ নেই। কিন্তু কে জানতো বোনের বিয়ের দিনেই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটবে। আর বিষাদে রূপ নেবে বিয়ের আনন্দ। কিন্তু এমনটাই ঘটেছে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালা পাড়া এলাকায়।

বোনের বিয়ের খাবার প্রতিবেশিদের কাছে পৌঁছে দিতে গিয়ে লিফটে চাপা পড়ে মৃত্যু ঘটেছে ২০ বছরের তরুণ প্রীতম চৌধুরীর। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রীতম দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া গ্রিন নামে ছয়তলা ভবনের পঞ্চম তলার বাসিন্দা শিমুল চৌধুরীর ছেলে।

কোতোয়ালী থানার সহকারি কমিশনার (এসি) অতনু চক্রবর্ত্তী সমকালকে জানিয়েছেন, নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রীতম চৌধুরীর বোনের বিয়ে। এ উপলক্ষে বাসা থেকে খাবার নিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের নিচে চাপা পড়েন তিনি। পুলিশ মরদেহ উদ্ধার করে।

সেই ভনের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে অতনু চক্রবর্ত্তী জানিয়েছেন, আম্বিয়া গ্রিন নামে ছয়তলা ভবনের লিফটি কয়েক দিন ধরে ঠিকঠাক মতো কাজ করছিল না। এক ফ্লোরের নম্বরে সুইচে চাপ দিলে লিফটি অন্য ফ্লোরে গিয়ে থামতো। প্রীতম লিফটের যে কমান্ড দিয়েছিল সেই কমান্ড মতো কাজ করেনি। কিন্তু তিনি তাড়াহুড়ো থাকায় বিষয়টি বুঝতে না পেরে লিফট থেকে নেমে যান। আর তাতেই দুর্ঘটনা ঘটে। বোনের বিয়ের দিনেই এমন মর্মান্তিক ঘটনা বিয়ে বাড়ি পরিবেশ মুহুর্তেই বিষাদে পরিণত হয়।

আরও খবর