শহিদুল ইসলাম ইমরান •
পূর্ব কলাতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৩ই অক্টোবর শুক্রবার ঝিরিঝিরিপাড়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, কক্সবাজার-রামু অঞ্চলের গণমানুষের নেতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং কক্সবাজার সদর ৩ আসনে আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম (ভিপি) বাহাদুর এবং কলাতলী এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক রফিকুল্লাহ মুকুল ও বেলায়েত হোসেন।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় এলাকার প্রায় শতাধিক দু:স্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের আয়োজক বেলায়েত হোসেন জানান, গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ যারা বিভিন্ন কারণে চিকিৎসা সেবা পাচ্ছে না তাদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, আগামীতেও পূর্ব কলাতলী সমাজ কল্যাণ পরিষদের এই ধরণের সেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-