চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত সহ ৪ মামলার পলাতক আসামি নাসির উদ্দিন (৩৫)কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দিন ওই এলাকার লিয়াকত আলী চৌকিদারের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নাসির উদ্দিনের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তারমধ্যে নারী শিশু -৩২৩/২১ মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত প্রদান করে আদালত।
পরে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরীর সঙ্গীয় এসআই শামীম আল মামুন, এএসআই সোলাইমান খাঁন ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আটক নাসিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ৩ দিনে সাজাপ্রাপ্ত চার আসামিকে আটক করেছে হারবাং পুলিশ ফাড়ির চৌকস আভিযানিক দল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-