আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
১৩ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের করা হয় এবং বাদ্য—বাজনার তালে তালে র্যালীতে সবাই সাদা টি—শার্ট ও ক্যাপ পরে স্বতস্ফূর্ত অংশ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকসই ও সমন্বিত দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচি প্রণয়নের পথিকৃৎ। সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দুর্যোগ ঝুঁকিহ্রাসে ও দুর্যোগ সহনশীল দেশ গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
দুর্যোগের আগাম সতর্কবার্তা ও দৈনন্দিন আবহাওয়া বার্তা জানতে মোবাইলে ১০৯০ (টোল ফ্রি) ইন্টারএ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) সেবা চালু করা হয়েছে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিপদাপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা চলমান রাখার লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও ভিজিএফ কর্মসূচি ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে প্রস্তুতি তথা দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রম জোরদার করা হচ্ছে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নিজাম উদ্দীন, উখিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, মুক্তিযোদ্ধা প্রতিনিধি এস এম মধুসূদন দে, ইউএনডিপি প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশন(পিএমও) সজীব কামাল মুন্সি ও দুর্যোগ নিয়ে কাজ করা দেশী—বিদেশী প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-