চকরিয়ায় ফের পুলিশের জালে ধরা পড়লো সাজাপ্রাপ্ত আসামি

চকরিয়া প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়ায় বনমামলার সাজাপ্রাপ্ত আসামী মো. ইসলামকে আটক করেছে পুলিশ।

১১ (অক্টোবর) গভীররাতে উপজেলার খুটাখালীর ফুলছড়ি এলাকার থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত তমিম গোলালের ছেলে।

আটক মো. ইসলামের বিরুদ্ধে বন ৯৬/২০ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত প্রদান করে আদালত। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি মো. ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এসআই শামীম আল মামুন, এসআই মেহেদী হাসান ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, বুধবার গভীররাতে গোপন সংবাদ পেয়ে বনমামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. ইসলামকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, একইদিন বুধবার (১১ অক্টোবর) বিকালে চুরি, মাদক, অপহরণসহ পাঁচ মামলার আসামি আটক করে হারবাং পুলিশ ফাঁড়ির আভিযানিক দল।

আরও খবর