লোহাগাড়ায় ২০ হাজার ইয়াবাসহ টেকনাফের দেলোয়ার ধরা!

চট্টগ্রাম •

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় চুনতির বনরেঞ্জ কার্যালয় সংলগ্ন আরকান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার মো. হাসানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

আরও খবর