চকরিয়ায় আবারো সাজাপ্রাপ্ত আসামি আটক

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল মিয়া (২৮) কে আটক করেছে হারবাং পুলিশ ফাড়ির চৌকস আভিযানিক দল।

শুক্রবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৈয়ারবিল খিলছাদক এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার বাদশাহ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক ১৪০/২০ মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হওয়ার পর সে দীর্ঘদিন গা-ঢাকা দিয়েছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এএসআই রাজীব ধর,এএসআই শাহাদাৎ হোসেন ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, শুক্রবার গভীররাতে গোপন সংবাদ পেয়ে পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি সোহেল মিয়াকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর