চকরিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

চকরিয়া প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হক ওরফে লিটন (৩০) কে আটক করেছে হারবাং পুলিশ ফাঁড়ি চৌকস আভিযানিক দল ।

আটক লিটন দক্ষিণ বড়ইতলী শান্তি বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

৪ অক্টোবর (বুধবার) সকালে উপজেলার চিরিঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

তিনি জানান, লিটনের নামে চকরিয়া থানায় ২০১৯ সালে একটি নারী ও শিশু মামলা মামলা দায়ের করা হয়। যার মামলা নং – ২৭৪/১৯ (নারী নির্যাতন)

ওই মামলায় আদালত লিটনকে দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) সকালে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এএসআই সোলেমান হোসেন, এটিএসআই সাহাব উদ্দিন (ট্রাফিক বিভাগ) কং-১১৮১ ফোরকানসহ ফোর্সসহ চিরিঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক লিটনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর