টেকনাফের জাহেদ জেল থেকে বেরিয়ে পাকস্থলীতে ৩৫০০ ইয়াবা নিয়ে আবারো ধরা!

ডেস্ক রিপোর্ট •

কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় অবতরণের পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে করে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা বহন করার সময় টেকনাফের মো. জাহেদ হোসেন (২৫) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার সন্ধ্যায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় অবতরণের পর ধরা পড়েন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, আটক জাহেদের বাড়ি কক্সবাজারের টেকনাফে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

জাহেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৬ মে বিমানবন্দরের সামনে থেকে ইয়াবাসহ আরও একবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

জিয়াউল হক জানান, অভ্যন্তরীণ টার্মিনালে সাদা পোশাকে দায়িত্বরত গোয়েন্দা দল প্রথমে ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে। এ সময় তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই যাত্রীকে উত্তরার একটি ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে পরীক্ষায় তার পাকস্থলীতে ছোট ছোট ৭২টি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।

এএসপি জিয়াউল জানান, বিমানবন্দর থানার সহযোগিতায় আটক ওই যাত্রীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে মোট ৭২টি প্যাকেটে ৩ হাজার ৫১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও খবর