বান্দরবান প্রতিনিধি •
বান্দরবান-২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের তৎপরতায় ৩০টি চুরি ও হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার হয়েছে। একইসঙ্গে বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭৫ হাজার ৬৯৫ টাকাও ফেরত আনতে সক্ষম হয় এপিবিএনের সাইবার টিম।
বিভিন্ন থানার সাধারণ ডায়েরির ওপর তদন্ত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত মাসে এই ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় এএসআই/ মো. রবিউল করিম সিকদারের তৎপরতায় ৩০ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া নাম্বারের পরিচয় সনাক্ত পূর্বক মালিকদের সাথে যোগাযোগ করে ৭৫ হাজার ৬শ ৯৫ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ও সহ-অধিনায়ক (পুলিশ সুপার) উপস্থিতিতে সোমবার (২ অক্টোবর) বিভিন্ন ব্র্রান্ডের ৩০টি মোবাইল ফোনসহ বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এপিবিএন পুলিশ জানায়, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মুঠোফোন উদ্ধারের জন্য প্রকৃত মালিকরা কদমতলী, ফেনী সদর, কাশিমপুর, মুরাদনগর, কোতয়ালী, টঙ্গী, কক্সবাজার সদর, উখিয়া, সীতাকুন্ড, বান্দরবান সদর, বায়েজিদ বোস্তামী, সিদ্ধিরগঞ্জ, চান্দগাঁও, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, কামরাঙ্গীরচর, চকবাজার, সোনাগাজী, রাঙ্গুনিয়া, জোরারগঞ্জ থানায় পৃথক পৃথকভাবে ৩০টি সাধারণ ডায়েরি করে। পরবর্তী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বান্দরবান ২ এপিবিএন এর সাইবার টিম মোবাইল ফোন উদ্ধার করে।
এছাড়া কেরাণীগঞ্জ, রাঙ্গুনিয়া, বন্দর থানা এবং বান্দরবান সদর থানার চারটি জিডি মূলে ভুলক্রমে অন্যের বিকাশে পাঠানো ৭৫ হাজার ৬৯৬ টাকাও ফেরত এনে মূল গ্রাহকের কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে।
এদিকে হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন পেয়ে এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রাহকরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-