নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি •
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)।
আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার বাসিন্দা জয় তংচংগা স্ত্রী মায়া তংচংগা (১৮)ও একই গ্রামের রাংগাইয়া তংচংগ্যা মেয়ে জয়ন মালা তংচংগ্যা (১৫)।
আটককৃতদের সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশেষ টহল দল কর্তৃক বিওপি থেকে দক্ষিন পশ্চিম দিকে এবং মেইন পিলার ৩৪ হতে পশ্চিম দিকে বাংলাদেশ অভ্যন্তরে তুমব্রু বিওপির চেকপোস্ট পশ্চিমকূল ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি নামক স্থানে এ অভিযান চালানো হয়।
উল্লেখ্য, উক্ত এলাকার কাছাকাছি মিয়ানমারের সীমান্ত এলাকা থাকাতে ঐ এলাকার অনেকেই স্থানীয় প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে অবৈধ ইয়াবা ব্যাবসা করে আসছে বলে কয়েকজন ব্যক্তি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
এদিকে সীমান্ত জুড়ে অনেক দুর্গম পয়েন্ট থাকাতে স্থানীয় চোরাচালানে জড়িতরা ইয়াবা, বিভিন্ন সিগারেট,হরেক প্রকার মদ, সুপারি সহ আরো অনেক ধরণের মালামাল বাংলাদেশের অভ্যন্তরে এনে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে। তবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-