স্বেচ্ছাসেবী সংগঠন “উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন”র আত্মপ্রকাশ!

সংবাদ বিজ্ঞপ্তি •


উখিয়ায় যাত্রা শুরু করেছে”উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকালে কোর্টবাজারস্থ একটি হলরুমে আনুষ্ঠানিক আত্নপ্রকাশ করে সংগঠনটি।

অতিথি বরণ ও কমিটি প্রদান অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন শাহ, মাহবুব আলম শাকিল, কামাল উদ্দিন সোহাগ, মো. মোবারক সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে আগামী ১বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এসময় সাইফুল ইসলাম সোহাগ কে সবার সম্মতিক্রমে উপদেষ্টা মনোনীত করা হয়।

পরে মতামতের ভিত্তিতে মোবারক হোসেন কে সভাপতি, মোশাররফ হোসেন মিন্টু কে সহ সভাপতি, মোহাম্মদ আরফাত কে সাধারণ সম্পাদক কে আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে জানা যায়।

এদিকে, নতুন দায়িত্বপ্রাপ্তরা সকলে স্বেচ্ছায় নিজেদের মানবতার সেবায় নিয়োজিত রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর