নিজস্ব প্রতিবেদক •
উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার তদারকি অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমদ।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমদ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উখিয়ার কোটবাজারে বিভিন্ন বাজার ও দোকানে অভিযান পরিচালনা করা হয়। এই সময় অতিরিক্ত মূল্য ও মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী ৭ দোকানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, বাজারকে স্থিতিশীল রাখতে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-